কঠোর প্রতিক্রিয়া জানাল ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ
আইআরজিসি না থাকলে ইউরোপীয়রা আজ আইএসের নিয়ন্ত্রণে থাকত
-
আইআরজিসি\'র প্যারেড
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টে যে বিল পাস করা হয়েছে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।এটি বলেছে, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর এ ধরনের পদক্ষেপের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।
গতকাল (বৃহস্পতিবার) ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় পার্লামেন্ট যে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছে তা সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থি।
বিবৃতিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক আইনে যেমন এর কোনো নজির নেই তেমনি ইউরোপীয় পার্লামেন্টের এ পদক্ষেপের ফলে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। কাজেই ইউরোপীয় পার্লামেন্টকে এ পদক্ষেপের পরিণতির ব্যাপারে সতর্ক করে দেয়া হচ্ছে।
জেনারেল স্টাফের বিবৃতিতে ‘শক্তিশালী ও জনপ্রিয়’ বাহিনী হিসেবে আইআরজিসির ভুয়সী প্রশংসা করে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ নির্মূলে এই বাহিনী কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। এতে আরো বলা হয়, শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানির নেতৃত্বে আইআরজিসি যদি উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ না করত তাহলে আজ ইউরোপীয় দেশগুলোকে জঙ্গি গোষ্ঠী আইএস-এর নিয়ন্ত্রণে থাকতে হতো।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতিতে আরো বলা হয়েছে, যত নিষেধাজ্ঞাই আরোপ করা হোক না কেন আইআরজিসি দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও ইসলামি বিপ্লবের সুউচ্চ মূল্যবোধ রক্ষা করে যাবে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রু দেশগুলো অচিরেই একথা উপলব্ধি করবে যে, তারা ইরানের ব্যাপারে ভুল হিসাব-নিকাশ করেছিল।#
পার্সটুডে/এমএমআই/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।