ইউরোপীয় পার্লামেন্টের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i118744
ইউরোপীয় পার্লামেন্ট ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে যে বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২২, ২০২৩ ১০:২৬ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

ইউরোপীয় পার্লামেন্ট ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে যে বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।

তিনি গতকাল (শনিবার) তেহরানে আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামির সঙ্গে এক বৈঠকের পর এ সতর্কবাণী উচ্চারণ করেন।

গত ১৮ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্ট আইআরজিসি-কে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকাভুক্ত করতে একটি বিল পাস করেছে। বিলটি কার্যকর করার জন্য ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

এমন সময় ওই পার্লামেন্ট আইআরজিসি-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করল যখন আন্তর্জাতিক সন্ত্রাস দমনে আইআরজিসিকে সবচেয়ে সফল সংগঠন হিসেবে গণ্য করা হয়। সিরিয়া ও ইরাকে এই বাহিনীর উপদেষ্টারা আইএস বা দায়েশ দমনে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এ সম্পর্কে কলিবফ বলেন, “ইউরোপীয় পার্লামেন্ট যদি যুক্তির দরজা বন্ধ করে সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ার সিদ্ধান্তে অটল থাকে তাহলে ইরানের সংসদ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

কলিবফ বলেন, “আইআরজিসি সম্পর্কে শত্রুদের সঠিক কোনো ধারণা নেই। তারা এই বাহিনীকে অন্য দশটি সাধারণ সশস্ত্র বাহিনীর মতো মনে করে। কিন্তু ইরানি জনগণের সঙ্গে যে আইআরজিসি’র আত্মিক সম্পর্ক বিদ্যমান তা তাদের জানা নেই। কলিবফ আইআরজিসি’র ব্যাপারে নিজেদের ভুল সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।