আন্তব্যাংক যোগাযোগ এবং লেনদেন ব্যবস্থাকে পরস্পরের যুক্ত করল ইরান ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i119120
পাশ্চাত্যের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া বাণিজ্য এবং আর্থিক লেনদেনে সহযোগিতা বাড়াতে একে অপরের সঙ্গে নিজেদের আন্তব্যাংক যোগাযোগ এবং লেনদেন ব্যবস্থাকে যুক্ত করে নিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ৩১, ২০২৩ ১৯:১৫ Asia/Dhaka
  • আন্তব্যাংক যোগাযোগ এবং লেনদেন ব্যবস্থাকে পরস্পরের যুক্ত করল ইরান ও রাশিয়া

পাশ্চাত্যের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া বাণিজ্য এবং আর্থিক লেনদেনে সহযোগিতা বাড়াতে একে অপরের সঙ্গে নিজেদের আন্তব্যাংক যোগাযোগ এবং লেনদেন ব্যবস্থাকে যুক্ত করে নিয়েছে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের উপ-গভর্নর মোহসেন কারিমি এ তথ্য জানিয়েছেন।

তিনি গণমাধ্যমকে বলেছেন, ইরান ও রাশিয়ার ব্যাংকগুলোর মধ্যে লেনদেনে এখন আর সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করার প্রয়োজন পড়বে না। প্রায় ৭০০ টি রুশ ব্যাংক এবং আরও ১৩ টি দেশের ১০৬ টি ব্যাংক এই ব্যবস্থায় যুক্ত হবে বলেও জানান এই কর্মকর্তা।

গত রোববার ইরান ও রুশ কর্মকর্তাদের মধ্যে একটি সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষরের মধ্য দিয়ে রাশিয়া ও অন্যান্য ১৩টি দেশের সঙ্গে ইরানের ব্যাংকিং বিনিময় সহযোগিতার সূচনা হয়েছে।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে সরে এসে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ শুরু করে আমেরিকা। সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে আর্থিক লেনদেনে সমস্যায় পড়ে ইরান। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধেও একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।