নানা ক্ষেত্রে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চায় ইরান ও ভেনিজুয়েলা
https://parstoday.ir/bn/news/iran-i119264-নানা_ক্ষেত্রে_সম্পর্ক_আরো_ঘনিষ্ঠ_করতে_চায়_ইরান_ও_ভেনিজুয়েলা
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি দুই পক্ষ এ পর্যন্ত যেসব যৌথ প্রকল্প হাতে নিয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি চাপ সৃষ্টির বিষয়েও সতর্ক থাকার জন্য দুই দেশ পরস্পরের প্রতি আহ্বান জানায়।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ১৯:৩৩ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও নিকোলাস মাদুরো
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও নিকোলাস মাদুরো

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি দুই পক্ষ এ পর্যন্ত যেসব যৌথ প্রকল্প হাতে নিয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি চাপ সৃষ্টির বিষয়েও সতর্ক থাকার জন্য দুই দেশ পরস্পরের প্রতি আহ্বান জানায়।

গতকাল (শুক্রবার) ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের মধ্যে বৈঠকের সময় এসব বিষয়ে আলোচনা হয়। এর আগে ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে যেসব সমঝোতা স্মারক বা এমওইউ এবং যৌথ প্রকল্পের বিষয়ে চুক্তি সই হয়েছে গতকালের বৈঠকে সেগুলোই মূলত গুরুত্ব পায়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী এবং ভেনিজুয়েআর প্রেসিডেন্ট দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে মত বিনিময়ের ওপরেও গুরুত্ব আরোপ করেন। আমির আব্দুল্লাহিয়ান বলেন, গত বছরের জুন মাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের ইরান সফর ছিল দুই দেশের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট।

বৈঠকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে তার দেশ এবং ইরানের বিস্তৃত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনিও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টোর সাথে বৈঠক করেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।