সিরিয়া ও তুরস্ককে শোক জানালেন ইরানের প্রেসিডেন্ট
(last modified Tue, 07 Feb 2023 03:49:29 GMT )
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ০৯:৪৯ Asia/Dhaka
  • তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প
    তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় ওই দুই দেশের প্রেসিডেন্টদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। গতকাল (সোমবার) ভোররাতে সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী এলাকায় বিগত এক শতাব্দির মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।এতে এখন পর্যন্ত দুই দেশের অন্তত ২,৩০০ মানুষ নিহত হয়েছেন।

সোমবারই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে আলাদা আলাদা শোকবার্তা পাঠান প্রেসিডেন্ট রায়িসি। এসব বার্তায় তিনি উল্লেখযোগ্য মানুষের প্রাণহানির পাশাপাশি বিপুল সম্পদের ক্ষয়ক্ষতিতে ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান। তিনি বন্ধুপ্রতীম ওই দুই দেশের জন্য মানবিক ত্রাণ পাঠাতে তেহরানের প্রস্তুতি ঘোষণা করেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি সোমবার এক টুইটার বার্তায় বলেন, এই বিপদের দিনে বন্ধুপ্রতীম ও মুসলিম দেশ তুরস্ক ও সিরিয়ার জনগণের পাশে রয়েছে ইরান। একইসঙ্গে সোমবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদকে টেলিফোন করেও ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে সিরিয়ার সরকার ও জনগণকে শোক জানিয়েছেন আমির-আব্দুল্লাহিয়ান। এ সময় মিকদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তাৎক্ষণিকভাবে সিরিয়া ও তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানবিক ত্রাণ পাঠানোর প্রস্তুতি শুরু করেছে। ইরানি চিকিৎসকদের একটি দলও ভূমিকম্প কবলিত দু’টি দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ