শত্রুর হাইব্রিড যুদ্ধ নস্যাতে ঐক্য জরুরি: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i119528-শত্রুর_হাইব্রিড_যুদ্ধ_নস্যাতে_ঐক্য_জরুরি_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এদেশের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধ প্রতিহত করতে জনগণের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১২:২৯ Asia/Dhaka
  •  শত্রুর হাইব্রিড যুদ্ধ নস্যাতে ঐক্য জরুরি: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এদেশের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধ প্রতিহত করতে জনগণের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

ইসলামি বিপ্লবের ৪৪তম বিজয় বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে আইআরজিসি ১১ ফেব্রুয়ারির শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণের জন্যও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শত্রুরা ইরানি জনগণের মধ্যে বিভেদ, গুজব ও মিথ্যা ছড়িয়ে দেয়ার যে অপকৌশল নিয়েছে তা ব্যর্থ করে দেয়ার নিশ্চিত উপায় নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। বিবৃতিতে ইসলামি বিপ্লবকে রক্ষা এবং জনগণের সব রকম প্রয়োজন পূরণ করতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে আইআরজিসি।

ইরানের জনগণ যখন আজ (শনিবার) বিপুলভাবে ইসলামি বিপ্লবের বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে তখন এ বিবৃতি প্রকাশ করে আইআরজিসি। এতে বলা হয়, শত্রুদেরকে ‘কঠোর জবাব দেয়ার এক ঐতিহাসিক সুযোগ’ সৃষ্টি করেছে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা।

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.)-এর নেতৃত্বে ইরানি জনগণ তৎকালীন স্বৈরাচারী শাহ সরকারকে উৎখাত করে।ওই বিপ্লবের মাধ্যমে মার্কিন পদলেহী শাহ সরকারকে সরিয়ে দিয়ে ইরানে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।