‘ইরান ও চীনের মধ্যকার বার্ষিক বাণিজ্য ৭ হাজার কোটি ডলারে নেয়া সম্ভব’ 
https://parstoday.ir/bn/news/iran-i119704-ইরান_ও_চীনের_মধ্যকার_বার্ষিক_বাণিজ্য_৭_হাজার_কোটি_ডলারে_নেয়া_সম্ভব’
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীনের মধ্যকার বর্তমান বার্ষিক বাণিজ্য তিনগুণ বাড়িয়ে সাত হাজার কোটি ডলারে নেয়া সম্ভব। ইরান-চায়না জয়েন্ট চেম্বার অব কমার্সের সভাপতি মাজিদ রেজা হারিরি একথা বলেছেন। ইরানের বিশিষ্ট্য এ ব্যবসায়ী নেতা দুই দেশের মধ্যকার বেসরকারি খাতের ব্যবসা-বাণিজ্যের বিষয়ে সমন্বয় করে থাকেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১৪:৪৯ Asia/Dhaka
  •  ‘ইরান ও চীনের মধ্যকার বার্ষিক বাণিজ্য ৭ হাজার কোটি ডলারে নেয়া সম্ভব’ 

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীনের মধ্যকার বর্তমান বার্ষিক বাণিজ্য তিনগুণ বাড়িয়ে সাত হাজার কোটি ডলারে নেয়া সম্ভব। ইরান-চায়না জয়েন্ট চেম্বার অব কমার্সের সভাপতি মাজিদ রেজা হারিরি একথা বলেছেন। ইরানের বিশিষ্ট্য এ ব্যবসায়ী নেতা দুই দেশের মধ্যকার বেসরকারি খাতের ব্যবসা-বাণিজ্যের বিষয়ে সমন্বয় করে থাকেন।

মাজিদ রেজা হারিরি বলেন, তেহরান এবং বেইজিং তাদের মধ্যকার বেড়ে চলা রাজনৈতিক এবং জ্বালানি সম্পর্ককে সামনে রেখে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ইরানের প্রবেশ ঠেকানোর লক্ষ্য নিয়ে মার্কিন সরকার দফায় দফায় তেহরানের ওপর নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং চীনের মধ্যকার বাণিজ্যে স্থিতিশীলতা বজায় রয়েছে। নিষেধাজ্ঞের মধ্যে দুই দেশের মাঝে ২,৪০০ কোটি ডলারের বার্ষিক বাণিজ্য হচ্ছে। এই বাণিজ্য তিনগুণ বাড়ানো সম্ভব।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে চীন ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রাখায় বেইজিংয়ের প্রশংসা করেন ইরানের এই ব্যবসায়ী নেতা। তিনি বলেন, ২০১৮ সালে আমেরিকা যখন পরমাণু সমঝোতা বাতিল করে তেহরানের বিরুদ্ধে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে তখন অন্য যেকোন দেশের চেয়ে চীন বাণিজ্য ক্ষেত্রে ইরানের জন্য সহজ অবস্থা তৈরি করে দেয়। এছাড়া, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বাড়িয়েছে। এর মধ্যদিয়ে প্রকৃতপক্ষে চীন মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৫