উজবেকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় ইরান: রায়িসি
(last modified Mon, 13 Mar 2023 04:45:48 GMT )
মার্চ ১৩, ২০২৩ ১০:৪৫ Asia/Dhaka
  • উজবেকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় ইরান: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি উজবেকিস্তানের সঙ্গে তার দেশের গভীর সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করা তার সরকারের অন্যতম প্রধান নীতি।

তেহরান সফররত উজবেকিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বাহতিয়ার সাঈদোভ গতকাল (রোববার) প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী দু’দেশ নিজেদের সম্পর্ক শক্তিশালী করার জন্য কয়েকটি ভালো পদক্ষেপ নিলেও পরস্পরের জনগণের স্বার্থে এই সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন।

সাক্ষাতে প্রেসিডেন্ট রায়িসি তার সাম্প্রতিক উজবেকিস্তান সফরে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত কয়েকটি চুক্তির কথা উল্লেখ করে বলেন, এসব চুক্তি অবিলম্বে বাস্তবায়ন করা দরকার।

ইরানের প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে উজবেক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

 

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে সাঈদোভ বলেন, তাশখন্দ সকল ক্ষেত্রে তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী। তিনি বলেন, ইরান ও উজবেকিস্তানের রয়েছে যৌথ ইতিহাস; এছাড়া, সভ্যতা ও সংস্কৃতিতেও এই দু’দেশের মধ্যে অভিন্নতা রয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট রায়িসির সাম্প্রতিক তাসখন্দ সফরে দু’দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তেহরান ও তাসখন্দের মধ্যে এ পর্যন্ত স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নে উজবেকিস্তান সর্বোচ্চ চেষ্টা চালাবে বলেও প্রতিশ্রুতি দেন বাহতিয়ার সাঈদোভ।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।