ইসরাইলের উত্তাল পরিস্থিতিতে আমেরিকার উদ্বেগ; ভর্ৎসনা করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i121238-ইসরাইলের_উত্তাল_পরিস্থিতিতে_আমেরিকার_উদ্বেগ_ভর্ৎসনা_করল_ইরান
ইহুদিবাদী ইসরাইলে চলমান উত্তাল বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রশাসন যে বক্তব্য দিয়েছে তাকে ভর্ৎসনা করেছে ইরান। তেহরান বলেছে, আমেরিকা একমাত্র যার নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ সে হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৯, ২০২৩ ১০:৪৪ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইহুদিবাদী ইসরাইলে চলমান উত্তাল বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রশাসন যে বক্তব্য দিয়েছে তাকে ভর্ৎসনা করেছে ইরান। তেহরান বলেছে, আমেরিকা একমাত্র যার নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ সে হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক টুইটার বার্তায় তার দেশের এ অবস্থান তুলে ধরেছেন। এর আগে মঙ্গলবার হোয়াইট হাউজ জনগণের দাবি মেনে নিয়ে তাদের সঙ্গে একটি বোঝাপড়ায় আসতে তেলআবিব সরকারের প্রতি আহ্বান জানায়।

হোয়াইট হাউজের ওই আহ্বানের প্রতিক্রিয়ায় কানয়ানির টুইটার বার্তায় বলা হয়, “ইসরাইলে সংকট ঘনীভূত হওয়ায় এটির গডফাদার [আমেরিকা] চিন্তিত হয়ে পেড়েছে। এ কারণে হোয়াইট হাউজ অবিলম্বে ইহুদিবাদী নেতাদের সমঝোতায় বসার আহ্বান জানিয়েছে।মার্কিন সরকার মনে করছে, এভাবেই ইসরাইল ও তার জনগণকে রক্ষা করা যাবে।”

বিচারব্যবস্থা সংস্কারের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে ইসরাইলজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের মুখে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার এ পরিকল্পনা সংক্রান্ত বিল কয়েক সপ্তাহ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন।

ইসরাইলে বিক্ষোভ তুঙ্গে

কিন্তু তারপরও দখলদার ইসরাইলের জনগণ রাজপথ ছাড়েনি। তারা মঙ্গলবার প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শন করে বলেছে, বিল পাসের প্রক্রিয়া স্থগিত রাখলে হবে না বরং বিষয়টিকে বাতিল ঘোষণা করতে হবে। 

ইহুদিবাদী ইসরাইলের কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে কট্টর-ডানপন্থি সরকার বিচারক নিয়োগ কমিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিজের করায়ত্ব করতে চায়।

নেতানিয়াহু বলছেন, বিচারব্যবস্থায় পরিবর্তন আনা হলে আদালতকে এর এখতিয়ারের বাইরে গিয়ে সিদ্ধান্ত দেয়া থেকে নিবৃত করা যাবে। কিন্তু সমালোচকরা বলছেন, এ পদক্ষেপ নেতানিয়াহুর জন্য সহায়ক হবে। কারণ, তিনি দুর্নীতির দায়ে বিচারের মুখে আছেন এবং আইনটি করা সম্ভব হলে তিনি নিজেকে বিচারের হাত থেকে বাঁচাতে পারবেন।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।