ইসরাইলি বিমান হামলায় শহীদ ইরানের দুই সামরিক উপদেষ্টা:
লাখো মানুষের উপস্থিতিতে ইরানের শহীদ ২ সামরিক উপদেষ্টার দাফন সম্পন্ন
-
শহীদ ২ সামরিক উপদেষ্টার দাফন
ইসরাইলি বিমান হামলায় শহীদ ইরানের দুই সামরিক উপদেষ্টার দাফন অনুষ্ঠানে সর্বস্তরের বিপুল রোজাদার জনগণ অংশগ্রহণ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র শহীদ ২ সামরিক উপদেষ্টাকে শ্রদ্ধা জানাতে লাখো শোকার্ত মানুষ লাশবাহী মিছিলে অংশ নিতে তেহরানের রাস্তায় নেমে আসে।
শহীদ মিলাদ হায়দারি ও মেকদাদ মেহকানির কফিনবাহী মিছিল তেহরানের ঐতিহাসিক ইমাম হোসাইন স্কোয়ার থেকে শুরু হয়ে শোহাদা স্কোয়ারের দিকে যাত্রা করে। ইরানের জাতীয় পতাকায় মোড়ানো হয় তাদের কফিন।

গত শুক্রবার ভোররাতে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলি বিমান হামলায় ইরানের ওই ২ সামরিক উপদেষ্টা প্রাণ হারান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র ওই দুই কর্মকর্তা সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানিসহ উচ্চ পদস্থ বহু কর্মকর্তা ওই দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এনএম/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।