ইরানের কিশোর ক্বারি মোহাম্মদ মাহদি তাহেরির হৃদয়গ্রাহী তেলাওয়াত
https://parstoday.ir/bn/news/iran-i121744-ইরানের_কিশোর_ক্বারি_মোহাম্মদ_মাহদি_তাহেরির_হৃদয়গ্রাহী_তেলাওয়াত
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলে প্রতিদিনই কুরআন তেলাওয়াত ও প্রতিযোগিতার আসর বসে। এতে ইরানের বিভিন্ন এলাকার ক্বারিগণের পাশাপাশি বিদেশি ক্বারি ও হাফেজগণ অংশ নেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ০৯, ২০২৩ ২১:১০ Asia/Dhaka

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলে প্রতিদিনই কুরআন তেলাওয়াত ও প্রতিযোগিতার আসর বসে। এতে ইরানের বিভিন্ন এলাকার ক্বারিগণের পাশাপাশি বিদেশি ক্বারি ও হাফেজগণ অংশ নেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশ-বিদেশের বিখ্যাত ক্বারিগণ। তাঁরা প্রতিযোগীদের তেলাওয়াতের ওপর নানারকম প্রশ্ন করেন। পাশাপাশি তাদের তেলাওয়াতের বিষয়ে সার্বিক মূল্যায়ন করেন।

সম্প্রতি ওই অনুষ্ঠানে অংশ নেন ইরানের কিশোর ক্বারি মোহাম্মদ মাহদি তাহেরি। তিনি সূরা হজের ২৭ ও ২৮ আয়াত তেলাওয়াত করেন। তার হৃদয়গ্রাহী তেলাওয়াতে মুগ্ধ হন বিচারক এবং দর্শকরা।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৯