আইআরজিসির প্রতিষ্ঠা বার্ষিকীতে নাসের কানয়ানির টুইটার বার্তা
ইরানের শক্তি ও সম্মানের মূল উৎস আইআরজিসি: মুখপাত্র
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ঠিক এ কারণেই এদেশের ‘কসম খাওয়া শত্রুরা’ আইআরজিসির প্রতি ক্ষুব্ধ।
আইআরজিসির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেন, এই বাহিনী দেশের সম্মান ও শক্তির মূল স্তম্ভ।
কানয়ানি তার পোস্টে বলেন, “আইআরজিসি এমন একটি শক্তিশালী স্তম্ভ যা ইসলামি বিপ্লব ও ইসলামি প্রজাতন্ত্র ইরানকে রক্ষা করছে। এটি ইরানি জাতিকে সমর্থন করার পাশাপাশি এদেশের জাতীয় নিরাপত্তার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।” কানয়ানির টুইটার বার্তায় আরো বলা হয়, “এসব হচ্ছে এই বাহিনীর প্রতি ইরানের ঘোষিত শত্রুদের ক্ষোভের মূল কারণ।”
এদিকে আইআরজিসির প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের জনগণ ও সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।এক বিবৃতিতে মন্ত্রণালয় আইআরজিসির শহীদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। বিশেষ করে আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার শহীদ কাসেম সুলাইমানির প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।#
পার্সটুডে/এমএমআই/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।