অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ান: কাজাখ প্রেসিডেন্টকে রায়িসি
(last modified Thu, 27 Apr 2023 06:53:58 GMT )
এপ্রিল ২৭, ২০২৩ ১২:৫৩ Asia/Dhaka
  • কাজাখস্তানের প্রধানমন্ত্রী আলী খান ইসমাইলভের সঙ্গে রায়িসি
    কাজাখস্তানের প্রধানমন্ত্রী আলী খান ইসমাইলভের সঙ্গে রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং কাজাখস্তানের মধ্যে বর্তমানে দ্বিপক্ষীয় যে সম্পর্ক রয়েছে তাতে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সন্তোষ প্রকাশ করেছেন তবে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইরান সফরত কাজাখস্তানের প্রধানমন্ত্রী আলী খান ইসমাইলভের সঙ্গে রাজধানী তেহরানে গতকাল (বুধবার) এক বৈঠকে এ আহ্বান জানান রায়িসি।

ইউরেশিয়া অঞ্চলে কাজাখস্তানকে প্রভাবশালী দেশ উল্লেখ করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, গত বছর ইরান এবং কাজাখস্তানের মধ্যকার ব্যবসা বাণিজ্যে উল্লেখযোগ্য মাত্রায় উন্নতি হয়েছে। তবে দু দেশের যে সক্ষমতা রয়েছে তাতে ব্যবসা বাণিজ্যের এই মাত্রা যথেষ্ট নয়, তা অবশ্যই অন্তত দ্বিগুণ হওয়া উচিত।

ইরানের প্রেসিডেন্ট মধ্য এশিয়া থেকে পারস্য উপসাগর পর্যন্ত পরিবহন অবকাঠামো খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর জন্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, কৃষি খাতে বিনিয়োগ এবং আর্থিক ও ব্যাংকিং খাতে সৃষ্টিশীল পদ্ধতি উদ্ভাবনের আহ্বান জানান। ইরান এবং কাজাখস্তানের সাংস্কৃতিক ও সভ্যতা বিষয়ক সম্পর্ক উন্নয়নের জন্যও যথাযথ গুরুত্ব আরোপ করার কথা বলেন।

বৈঠকে কাজাখ প্রধানমন্ত্রী ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং গভীর করার ক্ষেত্রে তার দেশের আগ্রহের কথা তুলে ধরেন। তিনিও স্বীকার করেন, বর্তমানে ইরান ও কাজাখস্তানের যে সক্ষমতা রয়েছে তাতে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো উচ্চতায় ওঠা উচিত। তিনি বলেন, দু দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর জন্য ভবিষ্যতে একটি রোড ম্যাপ তৈরি করা হবে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।