সুদানের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানাল ইরান
(last modified Sat, 06 May 2023 03:22:54 GMT )
মে ০৬, ২০২৩ ০৯:২২ Asia/Dhaka
  • সুদানের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানাল ইরান

সুদানের অভ্যন্তরীণ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বিদেশি শক্তির হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, সুদানের সংঘর্ষরত পক্ষগুলোর মধ্যে সংলাপের মাধ্যেমেই কেবল এই সংকটের সমাধান সম্ভব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে আরবি ও ইংরেজিতে দেয়া এক পোস্টে মন্তব্য করেন। তিনি লিখেছেন, “সুদান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। যদি সঠিক ব্যবস্থা নেয়া না হয় তাহলে দেশটির অখণ্ডতা হুমকির মুখে পড়বে যার রেশ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে।”

তিনি সুদানে বিদেশি হস্তক্ষেপ ও উস্কানির ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেন, সুদানের সংঘর্ষরত পক্ষগুলো নিজেদের মধ্যে সংলাপ ও বোঝাপড়ার মাধ্যমে চলমান সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন সুদানের চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি গত বুধবার বলেছেন, সংঘর্ষের ধরন ও তীব্রতায় জাতিসংঘ বিস্মিত হয়েছে।

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাপ্রধান এবং আধা সামরিক বাহিনী- র‍্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধানের ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে দেশটিতে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ পর্যন্ত এতে ৫০০’র বেশি মানুষ নিহত হয়েছে। চলমান সংঘর্ষে বহু হাসপাতাল এবং সেবা সংস্থা অকার্যকর হয়ে পড়েছে এবং আবাসিক এলাকাও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এছাড়া, হাজার হাজার মানুষ এরইমধ্যে প্রতিবেশী মিশর, চাদ এবং দক্ষিণ সুদানে পালিয়ে গেছে। সংঘাতের তীব্রতায় বিশ্বের বেশিরভাগ দেশ সুদান থেকে তাদের কূটনীতিক এবং অন্যান্য নাগরিক সরিয়ে নিয়েছে।#

 র্সটুডে/এমএমআই/জিএআর/ ৬

 

ট্যাগ