আড়াই ঘণ্টা ধরে বই মেলা পরিদর্শন করলেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i123252-আড়াই_ঘণ্টা_ধরে_বই_মেলা_পরিদর্শন_করলেন_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (মঙ্গলবার) তেহরান আন্তর্জাতিক বই মেলা পরিদর্শন করেছেন। দীর্ঘ আড়াই ঘন্টা তিনি মেলায় ছিলেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৬, ২০২৩ ১৭:২১ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (মঙ্গলবার) তেহরান আন্তর্জাতিক বই মেলা পরিদর্শন করেছেন। দীর্ঘ আড়াই ঘন্টা তিনি মেলায় ছিলেন।

এ সময় বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি লেখক ও প্রকাশকদের বক্তব্য শুনেছেন। প্রেসিডেন্টের সঙ্গে সংস্কৃতি ও ইসলামি দিকনিদের্শনা বিষয়ক মন্ত্রী এবং আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। গত ১০ মে থেকে রাজধানী তেহরানের ইমাম খোমেনী (রহ.) মোসাল্লায় আন্তর্জাতিক বই মেলা শুরু হয়েছে।

এই মেলায় ইরান ছাড়াও আরও ২৭টি দেশের প্রকাশনী সংস্থা অংশ নিচ্ছে। ফার্সি বইয়ের পাশাপাশি আরবি ও ইংরেজিসহ অন্যান্য ভাষার বইও এই মেলায় শোভা পাচ্ছে। বই মেলা পরিদর্শনের সময় ইরানের প্রেসিডেন্ট শিশু-কিশোরদের জন্য ভালো মানের বই প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।

এর আগে গত রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বই মেলা পরিদর্শন করেন এবং শিশুতোষ বইয়ের গুরুত্ব তুলে ধরেন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।