ইরানের ৮৬তম নৌবহর মোতায়েন করা হবে আটলান্টিক মহাসাগরে
https://parstoday.ir/bn/news/iran-i123416-ইরানের_৮৬তম_নৌবহর_মোতায়েন_করা_হবে_আটলান্টিক_মহাসাগরে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগরে একটি নৌবহর মোতায়েন করতে যাচ্ছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২০, ২০২৩ ২০:১৫ Asia/Dhaka
  • ইরানের ৮৬তম নৌবহর মোতায়েন করা হবে আটলান্টিক মহাসাগরে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগরে একটি নৌবহর মোতায়েন করতে যাচ্ছে ইরান।

ইরানের এই ঘোষণার মধ্য দিয়ে দৃশ্যত এই কথা পরিষ্কার হচ্ছে যে, সম্প্রতি ইরানের নৌবহর বিশ্বে যে পরিভ্রমণ করেছে তার অন্যতম লক্ষ্য ছিল আটলান্টিক মহাসাগরে নৌবহর মোতায়েন।
কয়েকদিন আগে ইরানের ওই নৌবহর বিশ্ব পরিভ্রমন শেষে নিজস্ব পানি সীমায় ফিরে এসেছে। 
আটলান্টিক মহাসাগর বিশ্বে কৌশল গত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। সেখানে ৩০টি দেশের ৭০টি গবেষণা কেন্দ্র রয়েছে। ভবিষ্যতে এই অঞ্চল আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে।#
পার্সটুডে/এসআইবি/২১