'নৌবহর-৮৬' ইরানের শক্তি ও সক্ষমতা তুলে ধরেছে: তেহরানের খতিব
https://parstoday.ir/bn/news/iran-i123638-'নৌবহর_৮৬'_ইরানের_শক্তি_ও_সক্ষমতা_তুলে_ধরেছে_তেহরানের_খতিব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবিফার্দ বলেছেন, ইরানের 'নৌবহর-৮৬' এর সফল অভিযাত্রার মধ্যদিয়ে বিশ্বের সামনে দেশের বিশেষ জ্ঞান ও সক্ষমতা স্পষ্ট হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৬, ২০২৩ ১৮:০৩ Asia/Dhaka
  • আবু তোরাবিফার্দ
    আবু তোরাবিফার্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবিফার্দ বলেছেন, ইরানের 'নৌবহর-৮৬' এর সফল অভিযাত্রার মধ্যদিয়ে বিশ্বের সামনে দেশের বিশেষ জ্ঞান ও সক্ষমতা স্পষ্ট হয়েছে।

তিনি আজ জুমার নামাজের খুতবায় এ কথা বলেছেন।

তিনি আরও বলেন- ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে উপস্থিতির মাধ্যমে নিজেদের শক্তি ও সামর্থ্য তুলে ধরেছে এই নৌবহর। তারা ম্যাজেলান প্রণালী অতিক্রমের মাধ্যমে বিশ্বে নজির সৃষ্টি করেছেন।  

হুজ্জাতুল ইসলাম আবু তোরাবিফার্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের পরাশক্তি নয়। তারা অর্থনৈতিক বিশ্বায়নের মাধ্যমে বিশ্বের ওপর একাধিপত্য নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

তিনি বিভিন্ন দেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতদের উদ্দেশে বলেন, 'আপনারা বিদেশে ইরানের ইসলামি ও বিপ্লবী পরিচিতি ধরে রেখে তা সমুন্নত করার চেষ্টা করুন'।

পার্সটুডে/এসএ/২৬

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।