‘শত্রুরা অপমানজনকভাবে পালিয়েছে, এই অঞ্চলে তাদের কোনো জায়গা হবে না’
https://parstoday.ir/bn/news/iran-i123878-শত্রুরা_অপমানজনকভাবে_পালিয়েছে_এই_অঞ্চলে_তাদের_কোনো_জায়গা_হবে_না’
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, অগণিত শহীদের আত্মত্যাগের কারণে শত্রুরা এই অঞ্চল থেকে অপমানজনকভাবে পালিয়েছে এবং তাদের এই অঞ্চলে কোনো জায়গা হবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০১, ২০২৩ ১৮:১৯ Asia/Dhaka
  • ‘শত্রুরা অপমানজনকভাবে পালিয়েছে, এই অঞ্চলে তাদের কোনো জায়গা হবে না’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, অগণিত শহীদের আত্মত্যাগের কারণে শত্রুরা এই অঞ্চল থেকে অপমানজনকভাবে পালিয়েছে এবং তাদের এই অঞ্চলে কোনো জায়গা হবে না।

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় সাবযেবার শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইরানের ২০০০ শহীদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেনারেল সালামি বলেন, শত্রুরা ইরাক এবং সিরিয়ার মুসলিম শহরগুলোর ওপর বোমাবর্ষণ করে সেগুলো ধ্বংস করেছে এবং নিরপরাধ শিশুদেরকে ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়েছে। তবে শত্রুদের সমস্ত ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন শহীদেরা। 
জেনারেল হোসেইন সালামি বলেন, "আজকে এই ভূমি থেকে বিশ্বে আলো ছড়িয়ে পড়ছে এবং কোনো শক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না।" তিনি অসংখ্য শহীদের আত্মত্যাগকে ধন্যবাদ জানান যারা শান্তির জন্য জীবন দিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।