পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছানোর কথা অস্বীকার করলো ইরান
https://parstoday.ir/bn/news/iran-i124186-পরমাণু_ইস্যুতে_আমেরিকার_সঙ্গে_অন্তর্বর্তী_চুক্তিতে_পৌঁছানোর_কথা_অস্বীকার_করলো_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে আমেরিকার সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছেছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। প্রকাশিত খবরে দাবী করা হয়েছে- ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা এবং বিনিময়ে পরমাণু কর্মসূচিতে কিছু পরিবর্তন আনবে তেহরান- এমন বিধান রেখে ইরান ও আমেরিকা একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০৯, ২০২৩ ১৪:০৩ Asia/Dhaka
  • পরমাণু ইস্যুতে কোনো অন্তবর্তী চুক্তি হয়নি-ইরান
    পরমাণু ইস্যুতে কোনো অন্তবর্তী চুক্তি হয়নি-ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে আমেরিকার সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছেছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। প্রকাশিত খবরে দাবী করা হয়েছে- ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা এবং বিনিময়ে পরমাণু কর্মসূচিতে কিছু পরিবর্তন আনবে তেহরান- এমন বিধান রেখে ইরান ও আমেরিকা একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছেছে।

লন্ডনভিত্তিক মিডল ইস্ট আই নামের একটি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। তারা দাবি করেছে, পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে যখন ইরানের সঙ্গে পাঁচ জাতি গোষ্ঠীর আলোচনা অচলাবস্থায় রয়েছে তখন তেহরান এবং ওয়াশিংটন এই সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে।

এ খবরের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, পরমাণু সমঝোতার পরিবর্তে কোনো অন্তর্বর্তী চুক্তি হয়নি এবং এই ধরনের কোনো চুক্তির পথেও নেই ইরান।

হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবিও মিডল ইস্ট আইয়ের রিপোর্টকে অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন।

২০১৬ সালে ইরান এবং ৬ জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় এসে ২০১৮ সালে তা বাতিল করেন। তবে, প্রেসিডেন্ট বাইডেন ২০২০ সালে নির্বাচিত হওয়ার আগে থেকেই এই চুক্তি পুনর্বহালের কথা বলে আসছেন। কিন্তু আজ পর্যন্ত চুক্তি পুনর্বহালের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। এ বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের প্রচণ্ড বিরোধিতা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯