ইরান আঞ্চলিক নিরাপত্তা বলতে সামরিকীকরণকে বোঝায় না: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i124558-ইরান_আঞ্চলিক_নিরাপত্তা_বলতে_সামরিকীকরণকে_বোঝায়_না_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা একটি অধিকতর নিরাপদ ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শনিবার তেহরানে ইরান সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৮, ২০২৩ ১৪:৩৩ Asia/Dhaka
  • ইরান আঞ্চলিক নিরাপত্তা বলতে সামরিকীকরণকে বোঝায় না: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা একটি অধিকতর নিরাপদ ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শনিবার তেহরানে ইরান সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তেহরান ও রিয়াদের মধ্যে সাত বছর সম্পর্ক ছিন্ন থাকার পর সম্প্রতি দু’দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং এরপর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হচ্ছে।

যৌথ সংবাদ সম্মেলনে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এই অঞ্চলের প্রতিটি দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সকলের জন্য একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় বিষয় এবং একটি নিরাপদ, আরও সমৃদ্ধ এবং আরও উন্নত ভবিষ্যতে পৌঁছার জন্য একটি অনস্বীকার্য প্রয়োজনীয়তা।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ নিরাপত্তা বলতে কখনোই সামরিকীকরণকে বোঝায় না; বরং আঞ্চলিক দেশগুলোর মধ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বিস্তৃতির মাধ্যমে সকল দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি হওয়ার ১০০ দিনের মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরে উল্লাস প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সৌদি আরবে ইরানের দূতাবাস পুনরায় চালু করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য রিয়াদকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তেহরানে সৌদি দূতাবাস আবার চালু করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

যৌথ সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ইতিবাচক ও স্বচ্ছ আলোচনা হয়েছে। অচিরেই তেহরানে সৌদি দূতাবাস আবার চালু হবে জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সম্মান প্রদর্শনের পাশাপাশি বহিঃশক্তির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে ইরান-সৌদি সম্পর্ক এগিয়ে যাবে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।