পারমাণবিক শিল্পের সাফল্য অন্য শিল্পের জন্য আদর্শ হতে পারে: ইরানের প্রেসিডেন্ট
-
পরিদর্শনরত প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের পারমাণবিক শিল্প যে সাফল্য অর্জন করেছে তা অন্য সব শিল্প খাতের জন্যও আদর্শ হতে পারে।
আজ (রোববার) তেহরানে পারমাণবিক শিল্প মেলা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
রায়িসি আরও বলেন, পারমাণবিক শিল্পের সাফল্য প্রমাণ করে ইরানি তরুণ সমাজ ও বিজ্ঞানীরা নিষেধাজ্ঞার মতো হুমকিকে সুযোগ পরিণত করেছে।
তিনি বলেন, পরমাণু বিজ্ঞানীদের কল্যাণে দেশের লাখ লাখ রোগী সুস্থ হয়ে উঠেছেন। এটা দেশের জন্য বড় গৌরবের বিষয়।
ইরানের প্রেসিডেন্ট বলেন, অনেকের ধারণা পরমাণু অস্ত্র দেশের জন্য শক্তি নিয়ে আসে, কিন্তু ইরানের এই সামর্থ্য থাকা সত্ত্বেও ধর্মীয় নীতিমালা ও সর্বোচ্চ নেতার দিকনির্দেশনার কারণে আমরা এই অস্ত্র তৈরি করবে না।
তেহরানে পারমাণবিক শিল্প মেলার আয়োজন করা হয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এই মেলা পরিদর্শন করে এ ক্ষেত্রে অর্জিত নানা সাফল্যের প্রশংসা করেছেন।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।