জেনিনে ইসরাইলকে চপেটাঘাত করেছে ফিলিস্তিনিরা: জেনারেল কায়ানি
https://parstoday.ir/bn/news/iran-i125190-জেনিনে_ইসরাইলকে_চপেটাঘাত_করেছে_ফিলিস্তিনিরা_জেনারেল_কায়ানি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি বলেছেন, পশ্চিম তীরের জেনিনে দখলদার ইসরাইলের মুখে চপেটাঘাত করেছে ফিলিস্তিনিরা। আজ (বুধবার) সকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৫, ২০২৩ ২২:১৮ Asia/Dhaka
  • ইসমাইল কায়ানি
    ইসমাইল কায়ানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি বলেছেন, পশ্চিম তীরের জেনিনে দখলদার ইসরাইলের মুখে চপেটাঘাত করেছে ফিলিস্তিনিরা। আজ (বুধবার) সকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল জেনিন শরণার্থী শিবিরে তার সর্ব শক্তি নিয়োগ করেছিল, কিন্তু এরপরও ফিলিস্তিনি তরুণেরা চপেটাঘাত করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আমেরিকার সঙ্গে আমাদের সংঘাতের কারণ হলো আমরা সোজা পথে এগোতে চাই, কিন্তু তারা আমাদের এই পথে বাধা দিচ্ছে এবং আমেরিকা চায় ইরান তার দেখানো পথে হাঁটুক।

কায়ানি বলেন, ইসলামি বিপ্লবের শিল্পটা হলো এটা সোজা ও সঠিক পথ নির্বাচন করতে পারে এবং এই পথে এগিয়ে যেতে পারে।

আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান বলেন, শত্রুরা জেনারেল কাসেম সোলাইমানিকে সহ্য করতে পারত না কারণ শহীদ সোলাইমানির সবচেয়ে বড় অস্ত্রটি ছিল তার যুক্তি। তিনি শিখিয়ে গেছেন শত্রু যদি যুক্তি না মানে এবং শক্তির ভাষায় কথা বলে তাহলে তার সঙ্গে কীভাবে ও কী ধরণের আচরণ করতে হবে।#  

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।