পরমাণু সমঝোতা বাস্তবায়ন বৈঠক
নিরাপত্তা পরিষদে ইউক্রেনের উপস্থিতির কঠোর বিরোধিতা করেছে ইরান
-
আমির সাঈদ ইরাভানি
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা বাস্তবায়ন ও পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কিত বৈঠকে ইউক্রেনের কূটনীতিকের উপস্থিতির কঠোর প্রতিবাদ এবং সমালোচনা করেছে তেহরান। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ওই বৈঠকে বলেন, "এ বৈঠকের সঙ্গে পরোক্ষ কিংবা প্রত্যক্ষ কোনোভাবেই যে দেশের সম্পর্ক নেই সে দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির সিদ্ধান্তের জোরালো আপত্তি জানাচ্ছি আমরা। এই পদক্ষেপকে আমরা না গঠনমূলক মনে করি, না কোনো আস্থা সৃষ্টির পদক্ষেপ বলে গণ্য করি। এর বিপরীতে বরং আমরা এই পদক্ষেপকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে চাপ না দিয়ে দৃষ্টিভঙ্গিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা বলে বিবেচনা করছি।"
বৈঠকে ইরানের স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের আজকের বৈঠক এবং ২২৩১ নম্বর প্রস্তাবের সঙ্গে ইউক্রেন সংঘাতের কোনরকম সম্পর্ক নেই।
এ অবস্থায় ইউক্রেনের প্রতিনিধিকে এই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে নিরাপত্তা পরিষদের সভাপতি তার ক্ষমতা ও বৈঠকের প্রক্রিয়াকে অপব্যবহার করেছেন। সর্বোপরি এই পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দীর্ঘদিনের অনুসৃত নীতি এবং জাতিসংঘ সনদের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।