জুলাই ০৮, ২০২৩ ১৮:৫৬ Asia/Dhaka
  • আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী (বোমে)
    আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী (বোমে)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আলজেরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক সঠিক পথে রয়েছে। তিনি তেহরান সফররত আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

সাক্ষাতে দুই শীর্ষ কূটনীতিক দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় আমির-আব্দুল্লাহিয়ান বলেন, দুই দেশ বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, ওষুধ ও চিকিৎসা সামগ্রী, শিল্প ও খনিজ খাতে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে।

‘দু’দেশের সম্পর্ক সঠিক পথে রয়েছে’ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলজেরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ভাইস-প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে এবং এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ভিসা বাতিল

আলজেরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে ভিসা প্রক্রিয়া বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দু’দেশ। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে প্রথমে রাজনৈতিক নেতাদের সফরে ভিসা বাতিল হবে এবং এরপর সাধারণ নাগরিকরাও বিনা ভিসায় পরস্পরের দেশ সফর করতে পারবেন।

যৌথ সংবাদ সম্মেলনে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে তার দেশের বর্তমানে সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, দু’দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিরাজ করছে এবং এ সম্পর্কের সামনে উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। তিনি চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ