ঈদে গাদির উপলক্ষে তেহরানের প্রধান সড়কে নজিরবিহীন জনসমাগম (গুরুত্বপূর্ণ কিছু চিত্র)
https://parstoday.ir/bn/news/iran-i125364-ঈদে_গাদির_উপলক্ষে_তেহরানের_প্রধান_সড়কে_নজিরবিহীন_জনসমাগম_(গুরুত্বপূর্ণ_কিছু_চিত্র)
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল অত্যন্ত জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে গাদির।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২৩ ১৭:১১ Asia/Dhaka
  • ঈদে গাদির উপলক্ষে তেহরানের প্রধান সড়কে নজিরবিহীন জনসমাগম (গুরুত্বপূর্ণ কিছু চিত্র)

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল অত্যন্ত জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে গাদির।

এ উপলক্ষে রাজধানী তেহরানে ১০ কিলোমিটার দীর্ঘ সড়কে উৎসবের আয়োজন করা হয়েছে। ইমাম হোসেইন (আ.) স্কয়ার থেকে শুরু করে আজাদি স্কয়ার পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার সড়কে রয়েছে নানা আয়োজন। ১০ কিলোমিটার সড়কজুড়েই চলছে আপ্যায়ন। আনন্দমুখর পরিবেশে জনগণ এ দিবস পালন করে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।