তিন ইরানি দ্বীপের ব্যাপারে নীতি খুব দ্রুত সুধরে নিন: মস্কোকে তেহরান
(last modified Fri, 14 Jul 2023 14:24:35 GMT )
জুলাই ১৪, ২০২৩ ২০:২৪ Asia/Dhaka
  • ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবি ফার্দ
    ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবি ফার্দ

ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবি ফার্দ পারস্য উপসাগরে ইরানের তিন দ্বীপের ব্যাপারে রাশিয়ার সাম্প্রতিক অবস্থানকে খুব দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছেন। 

আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি ওই আহ্বান জানান। ইরানের প্রভাবশালী এই আলেম বলেছেন, তেহরান ও মস্কোর মধ্যে কৌশলগত সম্পর্ক থাকায় এবং উভয় দেশই সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য হওয়ায় এই সংস্থার সদস্য দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের ইশতিহারের আলোকে ইসলামী ইরানের জনগণ রাশিয়ার কাছে এই প্রত্যাশা করে যে দেশটি পারস্য উপসাগরের ইরানি তিন দ্বীপের বিষয়ে সাম্প্রতিক রুশ অবস্থানকে দ্রুত সংশোধন করবে।  

সম্প্রতি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এক যৌথ বৈঠকের বিবৃতিতে ইরানের তোম্বে বুজুর্গ, তোম্বে কুচাক ও আবুমুসা দ্বীপ নিয়ে সৃষ্ট সমস্যা দ্বিপক্ষীয় আলোচনা বা আন্তর্জাতিক সমাজের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান সংক্রান্ত আরব আমিরাতের প্রচেষ্টার প্রতি সমর্থন জানানো হয়েছে। ইরান এর প্রতিবাদে তেহরানস্থ রুশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে।  

ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিতে এই তিনটি দ্বীপ নানা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাচীনকাল থেকেই ইরানের অবিচ্ছেদ্য অংশ এবং অবিতর্কিত বিষয়। 

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব ঐতিহাসিক মুবাহালা প্রসঙ্গে বলেছেন, এ সংক্রান্ত পবিত্র কুরআনের আয়াত জ্ঞান ও যুক্তি-প্রমাণকে চূড়ান্ত ফয়সালা বা অকাট্য দিক-নির্দেশনা হিসেবে তুলে ধরেছে। হুজ্জাতুল ইসলাম আবু তুরাবি ফার্দ ঐতিহাসিক গ্বাদিরের ঘটনা ও মুবাহালার বিষয়ে সঠিক এবং গভীর উপলব্ধি ইসলামী সমাজে গভীর জ্ঞান ও খোদা-সচেতনতার পথ জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন। #

পার্সটুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ