ইরানি বিমান বাহিনীর মহড়া শুরু, অত্যাধুনিক ড্রোনের শক্তিশালী উপস্থিতি
https://parstoday.ir/bn/news/iran-i125936-ইরানি_বিমান_বাহিনীর_মহড়া_শুরু_অত্যাধুনিক_ড্রোনের_শক্তিশালী_উপস্থিতি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী বিশাল আকারের সামরিক মহড়া শুরু করেছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশে এই সামরিক মহড়া শুরু হয়েছে এবং এতে ড্রোনসহ পুরোমাত্রায় সামরিক বিমানগুলো অংশ নিচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০২৩ ১৫:২১ Asia/Dhaka
  • ইরানি বিমান বাহিনীর মহড়া শুরু, অত্যাধুনিক ড্রোনের শক্তিশালী উপস্থিতি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী বিশাল আকারের সামরিক মহড়া শুরু করেছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশে এই সামরিক মহড়া শুরু হয়েছে এবং এতে ড্রোনসহ পুরোমাত্রায় সামরিক বিমানগুলো অংশ নিচ্ছে।

গতকাল (রোববার) ইস্ফাহানের নাইন কাউন্টির আনারক জেলায় ১১তম এই মহড়া শুরু হয়। বিমান বাহিনীর এ মহড়া চলার সময় ইরানি যুদ্ধবিমানগুলো আকাশ এবং ভূমির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে কল্পিত শত্রুর ওপর নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে অংশ নেবে।

মহড়া সম্পর্কে বিমান বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা রুদবারি বলেন, মহড়ার প্রধান অংশ থাকবে সামরিক ড্রোনের অভিযান, গোয়েন্দাবৃত্তি এবং ইরানি সামরিক ড্রোনগুলোর ইলেকট্রনিক ওয়ারফেয়ার।জেনারেল আলী রেজা রুদবারি বলেন, ইরানি প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ মেধাবী ইরানি নাগরিকরা ৯২ ধরনের ইন্টারসেপ্টর ফাইটার, বোমারু বিমান এবং ড্রোন ব্যবহার করবে। তিনি বলেন, মহড়ার সময় ইরানি ড্রোনের শক্তিশালী উপস্থিতি থাকবে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।