হোসাইন (আ.)'র চেহলাম বার্ষিকীর পদযাত্রায় অংশ নিতে চান ৭২ শতাংশ ইরানি
https://parstoday.ir/bn/news/iran-i126914-হোসাইন_(আ.)'র_চেহলাম_বার্ষিকীর_পদযাত্রায়_অংশ_নিতে_চান_৭২_শতাংশ_ইরানি
ইরানের ৭২ শতাংশ মানুষ ইমাম হোসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর পদযাত্রায় অংশ নিতে ইচ্ছুক এবং ৪৬ শতাংশ মানুষ এ বছর মহররম মাসের প্রথম দশকের শোকানুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৬, ২০২৩ ১৯:১৩ Asia/Dhaka
  • পদযাত্রার ফাইল ছবি
    পদযাত্রার ফাইল ছবি

ইরানের ৭২ শতাংশ মানুষ ইমাম হোসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর পদযাত্রায় অংশ নিতে ইচ্ছুক এবং ৪৬ শতাংশ মানুষ এ বছর মহররম মাসের প্রথম দশকের শোকানুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছেন।

ইরানের জাতীয় প্রতিষ্ঠান ইসলামি প্রচার সংস্থার এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। 

ইরাকের দক্ষিণের কারবালায় ইমাম হোসাইন (আ.)'র পবিত্র মাজার অবস্থিত। আগামী ২০ সফর মোতাবেক ৬ সেপ্টেম্বর তাঁর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে লাখ লাখ মানুষ সেখানে সমবেত হবেন। দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ সেদিন পায়ে হেটে কারবালায় প্রবেশ করবেন। 

কারবালা অভিমুখী পদযাত্রায় অংশগ্রহণের জন্য ইরানিদের ব্যাপক আগ্রহের খবরে ইরানের ইসলামি প্রচার সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ কৌমি বলেছেন, 'জনমত জরিপের ফলাফল দেখে আমি সত্যিই বিস্মিত হয়েছি। আসলে ইরানি জাতি হচ্ছে ইমাম হোসাইন (আ.)'র জাতি।' #  

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।