বিশ্বে সন্ত্রাসবাদ বিরোধী বৃহত্তম বাহিনী হচ্ছে আইআরজিসি: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i126936-বিশ্বে_সন্ত্রাসবাদ_বিরোধী_বৃহত্তম_বাহিনী_হচ্ছে_আইআরজিসি_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ভাবমর্যাদা ক্ষুণ্ণ করতে চেষ্টা চালাচ্ছে শত্রুরা। তারা সম্ভাব্য নানা উপায়ে, প্রতারণার আশ্রয় নিয়ে, গুজব রটিয়ে, বানোয়াট তথ্য দিয়ে আইআরজিসি'র ভাবমর্যাদা নষ্ট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ১৭, ২০২৩ ১৪:৪৫ Asia/Dhaka
  • আজকের সমাবেশে সর্বোচ্চ নেতা
    আজকের সমাবেশে সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ভাবমর্যাদা ক্ষুণ্ণ করতে চেষ্টা চালাচ্ছে শত্রুরা। তারা সম্ভাব্য নানা উপায়ে, প্রতারণার আশ্রয় নিয়ে, গুজব রটিয়ে, বানোয়াট তথ্য দিয়ে আইআরজিসি'র ভাবমর্যাদা নষ্ট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডারদের সর্বোচ্চ পরিষদের সদস্যরা আজ (বৃহস্পতিবার) সকালে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, আইআরজিসি হলো গোটা বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এটি হচ্ছে সামরিক দিক সুসজ্জিত সফল ও স্বাধীন প্রতিষ্ঠান। আইআরজিসি যেসব কাজ করতে সক্ষম তা বিশ্বের অনেক বড় সেনাবাহিনীর পক্ষেও সম্ভব নয়।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ফরাসি বিপ্লব ও সোভিয়েত বলশেভিক বিপ্লবে কোনো কোনো গ্রুপ নিজেদেরকে বিপ্লবের সমর্থক হিসেবে ঘোষণা দিয়ে ধ্বংসাত্মক কাজ চালায়। তারা মৌলিক নীতি-বিশ্বাসের ধার ধারেনি। কিন্তু ইরানে ইসলামি বিপ্লবের পর আইআরজিসি গঠনের শুরু থেকেই এই বাহিনী ত্যাগ ও উৎসর্গের মতো মূল্যবোধগুলো লালন করে এসেছে।

সর্বোচ্চ নেতা সবাইকে সতর্ক করে বলেন, শত্রুকে চেনার ক্ষেত্রে যাতে ভুল না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যাপক দুরদৃষ্টির অধিকারী ইমাম খোমেনী বলেছেন, যতো পারুন আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠুন। #  

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।