কাবুলে আটক সাংবাদিককে মুক্ত করতে কঠোর চেষ্টা চালাচ্ছে ইরান: মুখপাত্র
(last modified Thu, 24 Aug 2023 04:23:57 GMT )
আগস্ট ২৪, ২০২৩ ১০:২৩ Asia/Dhaka
  • মোহাম্মাদ হোসেইন বেলায়েতি
    মোহাম্মাদ হোসেইন বেলায়েতি

আফগানিস্তানে তালেবান সরকারের হাতে আটক ইরানের একজন ফটোগ্রাফারকে মুক্ত করার জন্য তেহরান কূটনৈতিক উপায়ে কঠোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

ইরানের তাসনিম বার্তা সংস্থার ফটোগ্রাফার মোহাম্মাদ হোসেইন বেলায়েতি সম্প্রতি বৈধ কাগজপত্র নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে বিমানে করে কাবুলে যান এবং সেখানে ১০ দিন অবস্থান করেন। এরপর  ইরানে ফিরে আসার জন্য বিমানে ওঠার কিছুক্ষণ আগে তাকে আটক করা হয়। আফগান কর্তৃপক্ষ তাকে আটকের কোনো কারণ জানায়নি।

কানয়ানি গতকাল (বুধবার) এ সম্পর্কে তেহরানে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বিষয়টি জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বেলায়েতিকে মুক্ত করার জন্য যথাযথ আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং এ ব্যাপারে কঠোর চেষ্টা চালাচ্ছে।

এর আগে বুধবার সকালে ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত হাসান কাজেমি-কোমিও বলেছিলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাবুল মিশন বিষয়টি নিয়ে কাজ করছে। কোমি বলেন, “আমরা সিরিয়াসলি বিষয়টি দেখছি। আমি কিছুক্ষণ আগে আফগান গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়ে জানিয়েছেন, শিগগিরই এ  সমস্যার একটি সুরাহা হবে।”

মোহাম্মাদ হোসেইন বেলায়েতি তাসনিম বার্তা সংস্থার একজন ফটোগ্রাফার ও এডিটর। তালেবান তাকে আটক করার কারণ বা তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো তেহরানকে কোনো তথ্য দেয়নি।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৪

 

ট্যাগ