২৭০ কোটি ডলারের বিমাবন্দর প্রকল্পের কাজ চীনকে দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i127400-২৭০_কোটি_ডলারের_বিমাবন্দর_প্রকল্পের_কাজ_চীনকে_দিল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে বড় বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে চীনের একটি কোম্পানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৮, ২০২৩ ১৫:০৪ Asia/Dhaka
  • ২৭০ কোটি ডলারের বিমাবন্দর প্রকল্পের কাজ চীনকে দিল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে বড় বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে চীনের একটি কোম্পানি।

ইরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ চালানদারি গতকাল (রোববার) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরান ইমাম খোমেনী বিমানবন্দরের দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন করার জন্য ২৫০ কোটি ইউরো বা ২৭০ কোটি ডলার ব্যয় করবে। এ বিষয়ে চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে তবে ওই কোম্পানির নাম তিনি প্রকাশ করেননি। চালানদারি জানান, চীনা কোম্পানিকে প্রকল্পের কাজ সম্পন্ন করার দায়িত্ব দেয়ার বিষয়ে চুক্তি সইয়ের আগে এ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইরানের এ কর্মকর্তা জানান, তার দেশ চীনের সঙ্গে পণ্য বিনিময়ের মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে। এজন্য ইরান তার তেল সম্পদকে কাজে লাগাবে। আগামী মাসের শেষ দিক থেকে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে জানান চালানদারি।

ইমাম খোমেনী বিমাবন্দর হচ্ছে ইরানের সবচেয়ে বড় বিমানবন্দর। এটি রাজধানী তেহরানের ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এ বিমানবন্দর থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ ২৯টি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করে এবং এসব এয়ারলাইন্সের বিমান ৬৪টি গন্তব্যে যায়।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।