শত্রুরা ইরানকে কোনঠাসা করতে ব্যর্থ হয়েছে: প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i127446
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: পশ্চিমা দেশগুলো আলোচনার টেবিল ত্যাগ করেছে। তারা দাঙ্গাবাজদের সমর্থন দিয়ে তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। সরকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আজ একথা বলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২৯, ২০২৩ ১৪:২৩ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: পশ্চিমা দেশগুলো আলোচনার টেবিল ত্যাগ করেছে। তারা দাঙ্গাবাজদের সমর্থন দিয়ে তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। সরকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আজ একথা বলেন।

প্রেস নিউজ এজেন্সি আরও জানিয়েছে, সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে শত্রুদের তৎপরতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন: শত্রুরা ইরানের বিরুদ্ধে দুইটি কৌশল অনুসরণ করেছে। বিশ্বে ইরানকে কোনঠাসা করা এবং ইরানের অভ্যন্তরে জনগণকে হতাশ করার কৌশল তারা অবলম্বন করেছে।

রায়িসি বলেন শত্রুরা ইরানকে কোনঠাসা করতে ব্যর্থ হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শতকরা ১৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। জোটভুক্ত দেশগুলোর সঙ্গেও ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক এখন উন্নত পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন: ১৩ তম সরকার বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে রেকর্ড স্থাপন করেছে। ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার অনেক দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ইরান এখন ইউরেশিয়ান ইউনিয়ন এবং সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য। সম্প্রতি ইরান নয়া অর্থনৈতিক জোট ব্রিকস-এরও সদস্যপদ লাভ করেছে বলে তিনি উল্লেখ করেন।  এসব প্রমাণ করে বিশ্বব্যাপী ইরানের শক্তিশালী অবস্থান রয়েছে এবং শত্রুরা ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারে নি।

তিনি বলেন: জনগণের সমস্যা সমাধানে রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন: আমরা আমাদের অর্থনীতি কিংবা জনজীবনকে আমেরিকা এবং ইউরোপের কতিপয় দেশের চাওয়ার সঙ্গে মেলাতে পারি না।

সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি'র সংবাদ সম্মেলন আজ (মঙ্গলবার) সকালে ইসলামী দেশগুলোর শীর্ষ সম্মেলনস্থল 'এজলাসে সারনে' শুরু হয়েছে। দেশি ও বিদেশি গণমাধ্যমের অন্তত ২৫০ জনেরও বেশি সাংবাদিক, ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সূচনা বক্তব্যের পর প্রেসিডেন্ট রায়িসি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক নীতি সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।