প্রতিরোধ আন্দোলনের নেতাদের সঙ্গে লেবাননে বৈঠক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
(last modified Fri, 01 Sep 2023 08:41:00 GMT )
সেপ্টেম্বর ০১, ২০২৩ ১৪:৪১ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান লেবানন সফরকালে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।

সিরিয়ায় দুই দিনের সফর শেষের লেবানন পৌঁছে গতকাল (বৃহস্পতিবার) তিনি এই বৈঠক করেন। বৈঠকে দু পক্ষই ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ এখনো ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ইরান পৃষ্ঠপোষকতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বক্তব্য তুলে ধরে বলেন, অধিকৃত পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি তেহরানের সমর্থন জোরদার করার জন্য সর্বোচ্চ নেতার পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।

বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতারা বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য প্রতিরোধই হবে এই জাতির কৌশলগত উপায়। তারা দৃঢ়তার সাথে বলেন, “পশ্চিম তীরে ইসরাইল-বিরোধী অভিযান থেকে প্রতিরোধ আন্দোলনগুলো পিছু হটবে না।”#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।