রিয়াদে পৌঁছেছেন নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i127768-রিয়াদে_পৌঁছেছেন_নবনিযুক্ত_ইরানি_রাষ্ট্রদূত_আলীরেজা_এনায়েতি
সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি তার বহুল প্রত্যাশিত কূটনৈতিক মিশনের দায়িত্ব গ্রহণ করতে রিয়াদে পৌঁছেছেন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দুই বড় শক্তি ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছিল তা পূর্ণতা পেল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৪:১১ Asia/Dhaka
  • আলীরেজা এনায়েতি (মাঝে-ডানে)
    আলীরেজা এনায়েতি (মাঝে-ডানে)

সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি তার বহুল প্রত্যাশিত কূটনৈতিক মিশনের দায়িত্ব গ্রহণ করতে রিয়াদে পৌঁছেছেন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দুই বড় শক্তি ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছিল তা পূর্ণতা পেল।

এনায়েতি গতকাল (মঙ্গলবার) রিয়াদে পৌঁছালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সৌদি আরবের উদ্দেশ্যে ইরান ত্যাগ করার আগে এনায়েতি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে দু’দেশের সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে তিনি কী কী পদক্ষেপ নিতে চান তার একটি রূপরেখা তুলে ধরেন।

ইরানের সিনিয়র কূটনীতিক আলীরেজা এনায়েতি এর আগে রিয়াদে ইরানের উপ রাষ্ট্রদূত, কুয়েতে ইরানের রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক এবং পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত মার্চ মাসে ইরান ও সৌদি আরব চীনের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তিতে ২০১৬ সালে ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়। ইরান গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে রিয়াদে নিজের দূতাবাস ও জেদ্দায় নিজের কনস্যুলেট চালু করে। এরপর সৌদি আরব তেহরানে তার দূতাবাস ও মাশহাদ শহরে তার কনস্যুলেট উদ্বোধন করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত মাসে রিয়াদ সফর করে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে ‘খোলামেলা ও ফলপ্রসূ’ আলোচনা করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬