আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েনের খবর প্রত্যাখ্যান করল ইরান
(last modified Mon, 11 Sep 2023 03:25:05 GMT )
সেপ্টেম্বর ১১, ২০২৩ ০৯:২৫ Asia/Dhaka
  •  আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েনের খবর প্রত্যাখ্যান করল ইরান

দক্ষিণ ককেশাস অঞ্চলের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইরান তার উত্তরাঞ্চলীয় আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েন করেছে বলে যে খবর প্রচার করা হয়েছে তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আহাদি আজারবাইজানের বার্তা সংস্থা এপিএ’কে দেয়া এক সাক্ষাৎকারে ওই খবরের সত্যতা প্রত্যাখ্যান করেন। আজারবাইজান-ইরান যৌথ কমিশনের এক বৈঠকে অংশ নিতে জেনারেল আহাদি বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকু সফর করছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আজারবাইজানের বিভিন্ন গণমাধ্যম দাবি করেছিল, দেশটির সঙ্গে আর্মেনিয়ার আবার যুদ্ধ বাধলে ইরান সেখানে হস্তক্ষেপ করতে নিজ সীমান্তে সেনা মোতায়েন করেছে। জেনারেল আহাদি তার সাক্ষাৎকারে আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ককে ‘অত্যন্ত চমৎকার’ বলে মন্তব্য করেন।

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগরনো-কারাবাখ নিয়ে ২০২০ সালে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। দু’দেশের মধ্যে ওই অঞ্চল নিয়ে সাম্প্রতিক সময়ে আবার উত্তেজনা বেড়েছে। এ অবস্থায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সম্প্রতি আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসানোভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।