বিশ্বের সবচেয়ে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন প্রদর্শন করছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i128402
ইরানের সশস্ত্র বাহিনী আজ (শুক্রবার) তেহরানে বিশ্বের সবচেয়ে দূরপাল্লার আত্মঘাতী (কামিকাজে) ড্রোন প্রদর্শন করেছে। এই ড্রোনের নাম হচ্ছে 'অরাশ'।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১৭:১০ Asia/Dhaka

ইরানের সশস্ত্র বাহিনী আজ (শুক্রবার) তেহরানে বিশ্বের সবচেয়ে দূরপাল্লার আত্মঘাতী (কামিকাজে) ড্রোন প্রদর্শন করেছে। এই ড্রোনের নাম হচ্ছে 'অরাশ'।

জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ'র প্রথম দিন আজ এই ড্রোন জনসমক্ষে রাখা হয়েছে। এই ড্রোন সম্পর্কে ইরানের সামরিক সূত্রগুলো বলেছে, এই ড্রোন একইসঙ্গে কয়েকটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে সেগুলোতে একই সময়ে আঘাত হানতে সক্ষম। স্থিতিশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই আত্মঘাতী ড্রোন।

প্রতিরক্ষা সপ্তাহ শুরু  উপলক্ষে রাজধানী তেহরানসহ সারা দেশে আজ থেকে নানা ধরণের সমরাস্ত্র প্রদর্শন করা হচ্ছে।

৪৩ বছর আগে ১৯৮০ সালের এই দিনে ইরাকের সাদ্দাম সরকার ইরানে সামরিক আগ্রাসন শুরু করে। সাদ্দাম বলেছিলেন, তিনি এক সপ্তাহের মধ্যে তেহরান দখল করে নেবেন।

প্রতি বছর ইরানে এই আগ্রাসন শুরুর দিবস থেকে জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উদযাপন করা হয়।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।