গাজায় ইসরাইলের পরমাণু হামলার হুমকি সারা বিশ্বের জন্য বিপদ সংকেত
https://parstoday.ir/bn/news/iran-i130380-গাজায়_ইসরাইলের_পরমাণু_হামলার_হুমকি_সারা_বিশ্বের_জন্য_বিপদ_সংকেত
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইজরাইলের পরমাণু বোমা ব্যবহারের হুমকির তীব্র নিন্দা ও সমালোচনা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৬, ২০২৩ ১৪:৩৩ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলের পরমাণু হামলার হুমকি সারা বিশ্বের জন্য বিপদ সংকেত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইজরাইলের পরমাণু বোমা ব্যবহারের হুমকির তীব্র নিন্দা ও সমালোচনা করেছে।

সামাজিক মাধ্যম এক্স পেইজে  দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, গাজার অসহায় নিরপরাধ মানুষের ওপর দখলদার ইসরাইল সরকারের সীমাহীন বর্বরতার মধ্যে পরমাণু বোমা হামলার যে পরিকল্পনা ফাঁস হয়েছে তা সারা বিশ্বের নিরাপত্তা জন্য এক ধরনের সতর্কবার্তা। 

এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত- দ্রুত ইসরাইলের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সমর্থকদের জবাবদিহিতার আওতায় আনা।

ইসরাইলের কথিত ঐতিহ্য বিষয়ক মন্ত্রী অ্যামিচাই এলিইয়াহু এক সাক্ষাৎকারে হুমকি দিয়ে বলেছেন, গাজার ওপর পরমাণু বোমা ফেলার একটি সম্ভাবনা রয়েছে। তার এই বক্তব্যের পর ইরানের পর রহস্য মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বললেন।

গাজা উপত্যকায় পরমাণু বোমা হামলা চালালে যেসব পরিবার বেঁচে যাবে তাদের ভাগ্যে কী হবে- এমন এক প্রশ্ন জবাবে ইসরাইলের ওই মন্ত্রী বলেন, তারা আয়ারল্যান্ডে অথবা অন্য কোন মরুভূমিতে চলে যেতে পারে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।