আইআরজিসি প্রধানের মন্তব্য
বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার মূল হচ্ছে ইসরাইলের পরাজয়
-
মেজর জেনারেল সালামি
ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরসিএস প্রধান জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পরাজয় এবং আমেরিকার শক্তি খর্ব করার মাঝেই বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিহিত রয়েছে। রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় মেজর জেনারেল সালামি এ মন্তব্য করেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গত এক মাস ধরে যে বর্বর আগ্রাসন ও যুদ্ধ অপরাধের ঘটনা ঘটিয়ে চলেছে তারও নিন্দা করেন আইআরজিসি প্রধান। ইসরাইলের এই আগ্রাসনে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার প্রায় দুই-তৃতীয়াংশ নারী ও শিশু। ইসরাইলের এই নিকৃষ্টতম বর্বরতার প্রতি মার্কিন সরকার অকুণ্ঠ সমর্থন দিয়েছে।
জেনারেল সালামি বলেন, ইসরাইল এখন নষ্ট হয়ে যাওয়া দাঁতের মতো যা দ্রুত ক্ষয়ে যাচ্ছে এবং মার্কিনিরাও বিশ্ববাসীর চোখে তাদের ভাবমর্যাদা ও বিশ্বাসযোগ্যতার পতন বুঝতে পেরেছে।”
আইআরজিসি প্রধান বলেন, গাজায় সংঘটিত অপরাধ নিয়ে মার্কিন রাজনীতিকরা এবং তাদের মিত্র দেশগুলো দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। এই বিভ্রান্তির কারণে আমেরিকা এখন উদ্ভ্রান্তের মতো আচরণ করছে। জেনারেল সালামি বলেন, ইতিহাসে এখনকার মতো আর কখনো আমেরিকা এতটা একঘরে অবস্থায় ছিল না।#
পার্সটুডে/এসআইবি/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।