গাজা যুদ্ধের পরিধি সম্প্রসারণ অনিবার্য হয়ে পড়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Fri, 10 Nov 2023 08:33:03 GMT )
নভেম্বর ১০, ২০২৩ ১৪:৩৩ Asia/Dhaka
  •  গাজা যুদ্ধের পরিধি সম্প্রসারণ অনিবার্য হয়ে পড়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের তীব্রতা বৃদ্ধির পরিণাম ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে এক ফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, গাজার বেসামরিক অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির কারণে এই যুদ্ধের পরিধি সম্প্রসারণ অনিবার্য হয়ে পড়েছে। ফোনালাপে ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা গাজা উপত্যকার বেসামরিক জনগণের বিরুদ্ধে ইসরাইলি সেনাদর পাশবিক হামলার তীব্র নিন্দা জানান এবং অবরুদ্ধ এই ভূখণ্ডের মানবিক পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার পাশাপাশি সেখানে মানবিক ত্রাণ তৎপরতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরাইলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায়। সেদিন থেকেই ইসরাইলের বিমান বাহিনী গাজায় ভয়াবহ রক্তাক্ত অভিযান শুরু করে যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।

বৃহস্পতিবার পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১০,৮১২ জনে দাঁড়িয়েছে যাদের মধ্যে ৪,৪১২ শিশু ও ২,৯১৮ নারী রয়েছেন।  গাজা উপত্যকার ২৩ লাখ মানুষের মধ্যে অন্তত ১৫ লাখ বেসামরিক লোক হামাস-ইসরাইল যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

ইহুদিবাদী সেনারা গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি বাহিনীর রক্তাক্ত যুদ্ধ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী এ পর্যন্ত ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত শহরে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি আত্মঘাতী ড্রোন আঘাত হেনেছে। এর আগের দিন বুধবার ইয়েমেনের গুলিতে গাজা যুদ্ধের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার একটি অত্যাধুনিক ড্রোন লোহিত সাগর উপকূলে ভূপাতিত হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।