আরব দেশগুলোর কাছ থেকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আশা খুবই কম
https://parstoday.ir/bn/news/iran-i130582-আরব_দেশগুলোর_কাছ_থেকে_ইসরাইলের_সাথে_সম্পর্ক_ছিন্ন_করার_আশা_খুবই_কম
তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: আরব দেশগুলোর কাছ থেকে দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আশা খুবই কম। গাজা দুর্ঘটনার ব্যাপারে আরব সরকারগুলোর যথাযথ প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিতে গিয়ে সাইয়্যেদ আহমাদ খাতামি আজ ওই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১০, ২০২৩ ১৭:৫১ Asia/Dhaka
  • আরব দেশগুলোর কাছ থেকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আশা খুবই কম

তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: আরব দেশগুলোর কাছ থেকে দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আশা খুবই কম। গাজা দুর্ঘটনার ব্যাপারে আরব সরকারগুলোর যথাযথ প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিতে গিয়ে সাইয়্যেদ আহমাদ খাতামি আজ ওই মন্তব্য করেন।

জুমার খতিব বলেন: গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টিকারী ইসরাইলি বর্বর হামলার এক মাসেরও বেশি সময় কেটে গেছে। আজ এবং আগামিতে কোনো শিল্পী যদি ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার চিত্র ফুটিয়ে তুলতে চান, তাদের উচিত গাজা উপত্যকায় চলমান ইহুদিবাদী নৃশংস হামলার দৃশ্যগুলি চিত্রিত করা।

আয়াতুল্লাহ খাতামি বলেন: আল-আকসা অভিযানে ইহুদিবাদী ইসরাইলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৫ লাখ ইহুদিবাদী উপশহর ও বসতি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। বসতি ছেড়ে চলে যাওয়া ইহুদিবাদীরা নিজেরাই ঘোষণা করেছে যে তারা আর ফিরে আসবে না।

ইহুদিবাদী জল্লাদদের স্বরূপ এর আগে যারা দেখে নাই বিশ্বব্যাপী তারা আজ সেই রক্তচোষা পশুদের চেহারা দেখে ঘৃণা প্রকাশ করছে। তারা কতোটা পশু হলে হাসপাতালে পর্যন্ত হামলা চালায়। খতিব বলেন: হাসপাতালে হামলার পর আমেরিকার ঘৃণিত প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল সফর করে বলেছেন: বোঝাই যায় এই গ্রেনেড হামলা ইসরাইলের কাজ নয় হামাসের কাজ; অথচ হামাসের কাছে কোনো গ্রেনেড নেই। আরবদের উদ্দেশে জনাব খাতামি বলেন: ফিলিস্তিনের জনগণ মুসলমান, আরব এবং মানুষ। কেন তাদের সাহায্যে দ্রুত এগিয়ে আসা হচ্ছে না?

জুমার খতিব আরও বলেন: গাজা উপত্যকায় নৃশংস ও জল্লাদ ইহুদিবাদীদের হামলায় সমর্থন দিয়ে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানিও সমানভাবে অপরাধ করেছে। এইসব ইউরোপীয় দেশের জনগণের মতের বিরুদ্ধে গিয়ে তারা দখলদার ইসরাইলকে সমর্থন করে যাচ্ছে। অথচ আরব সরকারগুলোর কাছ থেকে শিশু-হত্যাকারী সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার আশাও খুবই কম।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।