“ইসরাইলি যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত আমরা” 
(last modified Mon, 13 Nov 2023 11:51:26 GMT )
নভেম্বর ১৩, ২০২৩ ১৭:৫১ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিজাদে
    ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিজাদে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বাকি অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার সামরিক শক্তির শীর্ষে রয়েছে এবং সমস্ত পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তবায়নের অন্যতম প্রধান রূপকার জেনারেল হাসান তেহরানি মোকাদ্দামের দ্বাদশ শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত এক স্মরণ সভায় জেনারেল আমির আলী হাজিজাদেহ একথা বলেন। 

আইআরজিসি অন্যতম কমান্ডার তেহরানি মোকাদ্দাম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। তিনি ইরানের মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেন। তেহরানি মোকাদ্দাম একজন ইঞ্জিনিয়ার; তিনি এক হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার শাহাব, ক্বদর এবং সিজ্জিল ক্ষেপণাস্ত্রের নকশা করেছিলেন।

জেনারেল হাজিজাদেহ বলেন, “যুদ্ধ সম্প্রসারিত হয়েছে এবং লেবাননও এতে জড়িত। সংঘর্ষের মাত্রা আরো বাড়তে পারে এবং ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। " 

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পাঠানো সাম্প্রতিক বার্তাগুলোর কথা উল্লেখ করে হাজিজাদেহ বলেন, মার্কিনিরা ইরানের জন্য হুমকি নয়, তারা এসব বার্তায় "অনুরোধের ভাষা" ব্যবহার করেছে। জেনারেল হাজিজাদেহ জোর দিয়ে বলেন, ইরান এই অঞ্চলের শীর্ষ শক্তি এবং কেউ তাকে হুমকি দিতে সক্ষম নয়।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ