দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্তর্জাতিক আইনে বৈধ: ইরান দূতাবাস
https://parstoday.ir/bn/news/iran-i130758-দখলদারদের_বিরুদ্ধে_সশস্ত্র_প্রতিরোধ_আন্তর্জাতিক_আইনে_বৈধ_ইরান_দূতাবাস
দক্ষিণ কোরিয়ায় ইরানের দূতাবাস বলেছে, ইসরাইল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশ্বে ত্রাস সৃষ্টি করছে। ইহুদিবাদী ইসরাইলের উপ-রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে ইরান দূতাবাস ওই প্রতিক্রিয়া জানালো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৪, ২০২৩ ১৬:০৯ Asia/Dhaka
  • দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্তর্জাতিক আইনে বৈধ: ইরান দূতাবাস

দক্ষিণ কোরিয়ায় ইরানের দূতাবাস বলেছে, ইসরাইল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশ্বে ত্রাস সৃষ্টি করছে। ইহুদিবাদী ইসরাইলের উপ-রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে ইরান দূতাবাস ওই প্রতিক্রিয়া জানালো।

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ইসরাইলি ওই কূটনীতিক সিউল থেকে প্রকাশিত সে-গে ইলবু পত্রিকাকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি গাজা উপত্যকায় শরণার্থী শিবিরগুলোকে হামলার লক্ষ্যবস্তু করায় যে  সমালোচনা হচ্ছে তার প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন: বেসামরিক এলাকাকে যদি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে সেই এলাকাকে লক্ষ্যবস্তু করা বৈধ বলে বিবেচিত হয়।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় ইরানের দূতাবাস ইহুদিবাদী উপ-রাষ্ট্রদূতের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় পত্রিকাটিকে একটি লিখিত জবাব দিয়েছে। ওই জবাবে বলা হয়েছে: ইসরাইলের ওপর আকসা তুফান অভিযান ছিল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলিদের দীর্ঘকাল ধরে চালানো দমন-পীড়নের বৈধ প্রতিক্রিয়া।

সিউলে ইরানের দূতাবাস আরও বলেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শাসকদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ এবং প্রতিরক্ষার অধিকার বৈধ ও স্বীকৃত। ৭ অক্টোবর যা ঘটেছে তা ছিল পশ্চিমাদের নীরবতার সুযোগে আন্তর্জাতিক সকল রীতি-নীতি লঙ্ঘন করে ফিলিস্তিনীদের ওপর ইহুদিবাদী শাসকদের একটানা নিপীড়ন ও দমন-নির্যাতনের জবাব। পত্রিকাকে দেওয়া জবাবে আরও বলা হয়েছে, ফিলিস্তিনী শরণার্থী শিবির এবং তাদের আবাসিক এলাকাগুলো অবরোধ করে নির্বিচারে হামলা চালানো ইসরাইলি গণহত্যার একটি নয়া রূপ। ইসরাইল গাজায় সুস্পষ্ট যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করা হয়েছে ওই চিঠিতে।#

পার্সটুডে/এনএম/১৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।