ফটো ফিচার
গাজায় শহীদ ফিলিস্তিনি শিশুদের স্মরণে তেহরানে ব্যতিক্রমী আয়োজন
নভেম্বর ১৪, ২০২৩ ২৩:০৪ Asia/Dhaka
গাজায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলায় শহীদ ফিলিস্তিনি শিশুদের স্মরণে ইরানের রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কয়ারে গতকাল একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালিত হয়েছে।

প্রদর্শনীতে ৪০০০ শিশুর কফিন মাটিতে রেখে গাজার শিশুদের স্মরণে ফার্সি, আরবি এবং ইংরেজি ভাষায় শোক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানটির নাম দেওয়ার হয় 'সিম্ফনি অফ দ্য কিল্ড'।

আজ (মঙ্গলবার) পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক হামলায় ১১,২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের মধ্যে শিশুর সংখ্যাই পাঁচ হাজার। #
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ