ঘাতক ইসরাইলি প্রেসিডেন্টকে দেখেই সম্মেলন ত্যাগ করলেন ইরানি মন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i131522-ঘাতক_ইসরাইলি_প্রেসিডেন্টকে_দেখেই_সম্মেলন_ত্যাগ_করলেন_ইরানি_মন্ত্রী
দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের উপস্থিতির প্রতিবাদে দুবাইতে জলবায়ু পরিবর্তন সম্মেলনস্থল ত্যাগ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দল। গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যার মধ্যে ইহুদিবাদী প্রেসিডেন্টকে এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিরোধিতা করেছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০১, ২০২৩ ১৭:১১ Asia/Dhaka
  • ঘাতক ইসরাইলি প্রেসিডেন্টকে দেখেই সম্মেলন ত্যাগ করলেন ইরানি মন্ত্রী

দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের উপস্থিতির প্রতিবাদে দুবাইতে জলবায়ু পরিবর্তন সম্মেলনস্থল ত্যাগ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দল। গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যার মধ্যে ইহুদিবাদী প্রেসিডেন্টকে এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিরোধিতা করেছে ইরান।

মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জলবায়ু সম্মেলন 'কপ-২৮' অনুষ্ঠিত হচ্ছে। ঐ সম্মেলনে অংশ নিতে দুবাই গিয়েছিলেন ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবার মেহরাবিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। কিন্তু সম্মেলনস্থলে রক্তপিপাসু ইসরাইলের প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পৌঁছার পরপরই ইরানি প্রতিনিধিদল সেখান থেকে বেরিয়ে আসেন।  

পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জলবায়ু সম্মেলনের ফাকে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠক করেছেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ১৪০ জনের বেশি শীর্ষস্থানীয় নেতা অংশ নিচ্ছেন।

ইসরাইলি পত্রিকা জেরুজালেম পোস্ট এর আগে এক প্রতিবেদনে বলেছে, ইসরাইলি প্রেসিডেন্ট গাজা যুদ্ধে নিজেদের অবস্থানের পক্ষে সাফাই গাইতে এই সম্মেলনে যোগ দিয়েছেন। তিনি এই বিশাল ফোরামকে নিজেদের পক্ষে ব্যবহার করতে চান।

এর আগেই গতকাল ইরানের পক্ষ থেকে বলা হয়, দুবাইতে জলবায়ু পরিবর্তন সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর কারণে ইরানি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি তাতে যোগ দেবেন না। 

দুবাইতে এমন সময় ইসরাইলকে সঙ্গে নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হলো যখন আজ থেকে আবারও গাজায় নির্বিচার হামলা শুরু করেছে দখলদার ইহুদিবাদী বাহিনী। গত কয়েক ঘণ্টায় সেখানে প্রায় ৫০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

৭৫ বছর ধরে নির্মম হত্যা-নির্যাতনের শিকার ফিলিস্তিনিরা। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা আল-আকসা তুফান অভিযান চালায় ইসরাইলের অভ্যন্তরে। এতে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই নির্বিচারে গাজার সাধারণ মানুষের ওপর বোমা ফেলতে শুরু করে বর্বর এই বাহিনী। সেখানে পানি, খাদ্য এবং বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে হামলা চালিয়ে চিকিৎসা ব্যবস্থা স্থবির করে দিয়েছে দখলদার ইসরাইল।

ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। #

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।