ডিসেম্বর ২৮, ২০২৩ ১৫:১৬ Asia/Dhaka

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ রাজি মুসাভির নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হুসাইন স্কয়ারে অনুষ্ঠিত এই নামাজে জানাজায় অংশ নেন হাজার হাজার শোকাহত ইরানি নাগরিক।

নামাজে জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। দাফন অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কমান্ডারেরা এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি 

জানাযা ও দাফন অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা জেনারেল মুসাভির পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সান্তনা জানান। একই সাথে নিরলসভাবে আল্লাহর পথে জিহাদ করার জন্য শহীদ মুসাভির প্রশংসা করেন সর্বোচ্চ নেতা।

গত সোমবার সিরিয়ার রাজধানীর দামেস্কের সাইয়েদা জয়নাব এলাকায় ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় জেনারেল মুসাভি শহীদ হন। ইরানের আল কুদস ব্রিগেডের সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জেনারেল মুসাভি। ২০২০ সালের ৩ জানুয়ারি জেনারেল কাসেম সুলাইমানিও সন্ত্রাসী মার্কিন বাহিনীর ড্রোন হামলায় ইরাকের রাজধানী বাগদাদে শহীদ হন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ