ফার্সি ৯ দেই:
এদিন জনগণ শত্রুদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল: হাজ আলী আকবরী
তেহরানের জুমার নামাজের খতিব ফার্সি ৯ দেই'কে ঐতিহাসিক দিবস হিসেবে বাঁচিয়ে রাখার ওপর জোর দিয়েছেন। হুজ্জাতুল-ইসলাম ওয়াল-মুসলেমিন মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী আরও বলেন: ২০০৯ সালের ৩০ ডিসেম্বর মোতাবেক ৯ দেই ১৩৮৮ ফার্সি সাল ছিল সামাজিক শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আমজনতার কঠোর চপেটাঘাতের দিন।
ইরানের দশম প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির বানোয়াট অজুহাত তুলে গোলযোগ সৃষ্টিকারীরা রাষ্ট্রদ্রোহী আচরণ করেছিল। ৯দেই তারিখে জনগণ বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে শত্রুদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। জনগণ উচ্চকণ্ঠে ঘোষণা করেছিলো: শত্রু যদি তাদের ধর্মের বিরুদ্ধে দাঁড়ায় তারা তাদের সমগ্র বিশ্বের বিরুদ্ধে দাঁড়াবে। সেদিনের প্রসঙ্গ টেনে জুমার খতিব বলেন: সর্বোচ্চ নেতার সুদূরপ্রসারী দিক-নির্দেশনা সেই বিপজ্জনক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছে। সে কারণেই গুরুত্বপূর্ণ এই দিনটিকে জিইয়ে রাখা প্রয়োজন বলে বিশিষ্ট এই আলেম উল্লেখ করেন। তিনি বলেন কৌশলি দৃষ্টি দিয়ে জনস্বার্থে রাষ্ট্রদ্রোহীদের পথ রোধ করতে হবে।
ইরানি জাতি উন্নয়নের শিখরে আরোহন করছে। এই নির্বাচন আল্লাহর পক্ষ থেকে ইরানের জাতীয় স্বাধীনতার জন্য একটি ঐশি উপহার বলেও মন্তব্য করেন তিনি। গাজা যুদ্ধ নিয়ে সর্বোচ্চ নেতার মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন: জর্ডান নদীর পশ্চিম তীরের জনগণ দখলদার শক্তির বিরুদ্ধে অনন্য প্রতিরোধ গড়ে তুলেছে। তারা শত্রুদের কাছ থেকে বিগত ৭৫ বছরের অপরাধের প্রতিশোধ নিচ্ছে।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।