ইরানের পররাষ্ট্রমন্ত্রী:
পাকিস্তানে আশ্রয় নেওয়া ইরানি সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে হামলা করা হয়েছে
জানুয়ারি ১৮, ২০২৪ ১২:১৬ Asia/Dhaka
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পাকিস্তান ইরানের প্রতিবেশী, বন্ধুপ্রতীম ও ভ্রাতৃপ্রতীম দেশ।
কাজেই পাকিস্তানকে শত্রু ভেবে দেশটিতে হামলা চালায়নি ইরান। বরং পাকিস্তানে আশ্রয় গ্রহণকারী একটি ইরানি সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে হামলা চালানো হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ