হুমকির মোকাবিলায় ইরানের জবাব তাৎক্ষণিক ও কঠোর হয়: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 01 Feb 2024 04:13:47 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১০:১৩ Asia/Dhaka
  • হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে হুমকির ভাষা পরিহার করে চলমান সংকটের রাজনৈতিক সমাধানের দিকে মনযোগী হতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এ আহ্বান জানান।

তিনি বলেন, “আমেরিকাকে হুমকির ভাষা এবং অভিযোগ উত্থাপনের পুরোনো ঢং ত্যাগ করতে হবে।” আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যেকোনো হুমকিমূলক পরিস্থিতিতে ইরানের জবাব তাৎক্ষণিক ও কঠোর হয়ে থাকে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী দৃশ্যত তার দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক হুমকির জবাব দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বাইডেন মঙ্গলবার বলেছিলেন, তিনি জর্দানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবারের ওই ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও অপর ৪০ জনের বেশি সেনা আহত হয়। ওই হামলার জন্য বাইডেন ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের দায়ী করেন। 

জো বাইডেন

এরপর জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সোমবার নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে বলেন, "মধ্যপ্রাচ্যে তৎপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ধরনের তৎপরতার দায় ইরান নেবে না। এ অঞ্চলের প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি ইরানের নৈতিক সমর্থন থাকলেও এসব সংগঠন তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয় এবং সেখানে তেহরানের কোনো হাত নেই।"

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ গণহত্যা শুরু করার পর সিরিয়া ও ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার স্বার্থে আঘাত হানতে শুরু করে। এসব আন্দোলন বলছে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।