বিপ্লব বার্ষিকীর প্রাক্কালে ২৮২৭ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i134242-বিপ্লব_বার্ষিকীর_প্রাক্কালে_২৮২৭_বন্দিকে_ক্ষমা_করলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দুই হাজার ৮২৭ জন বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ১৯:১৮ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দুই হাজার ৮২৭ জন বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

মহানবী (স.)'র নব্যুয়তপ্রাপ্তি দিবস, ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বার্ষিকী এবং পবিত্র শাবান মাসকে সামনে রেখে তিনি আজ (বুধবার) এ সম্মতি দেন।

প্রতি বছরই এ ধরণের গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে সর্বোচ্চ নেতা কিছু সংখ্যক বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের নির্দেশ দেন। এবারও ইরানের স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত বহু অপরাধীর প্রতি ক্ষমার নির্দেশ দিয়েছেন তিনি।

এসব অপরাধীকে ক্ষমা করে দিতে এর আগে বিচার বিভাগের প্রধান সর্বোচ্চ নেতার কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন।

আগামী ১১ ফেব্রুয়ারি রোববার ইরানজুড়ে ইসলামি বিপ্লবের বিজয় দিবস উদযাপন করা হবে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।