ফেব্রুয়ারি ১১, ২০২৪ ০৯:৪৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন। 

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনী (রহ.)-এর নেতৃত্বে ইরানি জনগণ প্রায় আড়াই হাজার বছরের রাজতন্ত্রের পতন ঘটিয়ে এদেশে ইসলামি বিপ্লব সফল করেছিল।

ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে এ পর্যন্ত যেসব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রেসিডেন্ট রায়িসিকে শুভেচ্ছা জানিয়েছেন সেসব দেশ হচ্ছে  জাপান, দক্ষিণ কোরিয়া,  সিঙ্গাপুর, ক্রোয়েশিয়া, চীন, ইথিওপিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরিঘিজিস্তান।

রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে আজ লাখ লাখ মানুষের সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে। 

এদিকে ইসলামি বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে ইরানে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রধান অনুষ্ঠান হচ্ছে, রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে লাখ লাখ মানুষের সমাবেশ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নির্ধারিত সড়কপথে শোভাযাত্রা করে এই সমাবেশে যোগ দেবেন সব বয়সি নারী-পুরুষ। এরই মধ্যে এসব শোভাযাত্রা শুরু হয়ে গেছে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ